Bangabandhu Sheikh Mujibur Rahman's Some Important Speech
Bangabandhu Sheikh Mujibur Rahman's Some Important Speech:
শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ট বাঙালী যার কারণে আজ বাংলাদেশ ও সার্বভৌমত্ব রাষ্ট্র। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেইসকোর্স ময়দানে তাঁর অগ্নিজ্বরা ভাষনে বাঙালী জাতি শাষন ও শোষন থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামে মেনে পড়ে। বাঙালীর ন্যায অধিকারের জন্য শেখ মুজিবুর রহমান আমরণ চেষ্টা করে গেছেন। তিনি এই দেশের জনগণ ও দেশকে ভালবাসার ব্যাপক দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি কখনও ভাবেননি তাঁর দেশের মানুষ তাকে এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করতে পারে। বঙ্গবন্ধু দেশের সাধারণ মানুষ তথা কৃষক-শ্রমিকদের কথা সবচেয়ে বেশি ভাবত। কৃষকদের আপন ভাই মনে করতে। দেশের দুর্নীতি বন্ধ করতে অনেক বক্তিতা ও ভাষন দিয়েছেন। বাঙালী জাতি বঙ্গবন্ধুকে হারিয়ে দেশে ও জাতির যে পরিমাণ ক্ষতি সাধন করেছে তার কখনও শোধ হবে না।
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
Bangabandhu Sheikh Mujibur Rahman's Some Important Speech |
|
|
|
|
|
|
|
|
|
No comments