২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস এর কার্ড ডিজাইন
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস এর কার্ড ডিজাইন:
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বহু বছরের পরাধীনতার গ্লানি মুছে ফেলার এবং শেকল ভাঙ্গার এই দিনটি বাঙালির জাতীয় জীবনে গভীর তাৎপর্যপূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙলি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর “THIS MAY BE MY LAST MASSAGE, FROM TODAY BANGLADEH IS INDEPENDENT” নামক মুক্তির মন্ত্রে ৭১ এর ২৬ শে মার্চে এই জনপদে কোটি কোটি বাঙালির হৃদয়ে মুক্তির সশস্ত্র প্রদীপটি জ্বলে উঠেছিলো এবং জাতির পিতার আহবানে সাড়া দিয়ে বীর বাঙালি ঝাপিয়ে পড়েছিল দেশ-মাতৃকার মুক্তির সংগ্রামে। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোন যাদের গৌরবদ্দীপ্ত আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম দেশ ও লাল-সবুজের পতাকা; তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে প্রতি বছর সারা দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস এর কার্ড ডিজাইন |
26 March Bangladesh Independent Day Card Design |
|
|
asiaprint20@gmail.ocm
ReplyDelete