Epson L1300 VS Epson L1800 Eco Ink Tank System Inkjet Printer - OVERPRINT

Epson L1300 VS Epson L1800 Eco Ink Tank System Inkjet Printer

Epson L1300 VS Epson L1800 Eco Ink Tank System Inkjet Printer:

If you want to buy an A3 printer for your office, studio, design house, computer printing business or architecture-interior firm, there are many things you need to think about when buying your original printer.
* What kind of work will you do with the printer.
* What size print do you need more?
* You also need to see if the printer runs on liquid ink or cartridge.
* Do you want a multi function printer or just to print.
* What is your budget for buying a printer?
* Buy a band printer.

Don't be fooled into buying a printer with the above in mind. Before buying anything, it is better to check and buy, then there is a possibility of making a profit. It is not right to buy something in a hurry. So it is better to check before buying. If you want to buy an A3 printer then you have to think about how much money you want to buy the printer and whether you will get the features you want in the printer within your budget. There are printers of different bands in the market like Epson, Canon, Brother, HP etc. The price of each band's printer varies. If you want to buy a 3 size multi function printer then the price will be a little higher and if you want to buy a printer for single function or just print then you can buy at a little lower price.
You can watch the video to know about Epson's best 2 A3 printers:



আপনার অফিস, স্টুডিও, ডিজাইন হাউজ, কম্পিউটার প্রিন্টিং ব্যবসা অথবা আর্কিটেকচার-ইন্টিরিয়র ফার্ম এর জন্য যদি একটি এ৩ প্রিন্টার কিনতে চান তাহলে অনেকগুলো বিষয় আপনি চিন্তা করে আপনার মূলবান প্রিন্টারটি কিনতে হবে।
* আপনি প্রিন্টারটি দিয়ে কি ধরনের কাজ করবেন।
* আপনার কি সাইজের প্রিন্ট বেশি লাগে।
* প্রিন্টারটি কি লিকুইড কালিতে চলে নাকি কার্টিজে চলে তাও দেখতে হবে।
* আপনি কি মাল্টিফাংশন প্রিন্টার চান নাকি শুধু প্রিন্ট করার জন্য।
* প্রিন্টার কেনার জন্য আপনার বাজেট কত।
* কোন ব্যান্ডের প্রিন্টার কিনবেন।

উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে প্রিন্টার কিনতে আপনার ঠকবেন না। কোন জিনিস কেনার আগে অবশ্যই যাচাই-বাচাই করে কেনাই ভাল, তাহলে লাভবান হওয়ার সম্ভবনা থাকে হুট করে কোন কিছু কেনা ঠিক না। তাই কেনার আগের যাচাই-বাচাই করে নেওয়া উত্তম। আপনি যদি একটি এ৩ প্রিন্টার কিনতে চান তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি কত টাকার মধ্যে প্রিন্টারটি কিনতে চান এবং প্রিন্টার এ যেসব ফিচার চান তা আপনার বাজেটের মধ্যে পাবেন কিনা। বাজারে বিভিন্ন ব্যান্ডের প্রিন্টার রয়েছে যেমন ইপসন, ক্যানন, ব্রাদার, এইচপি ইত্যাদি। একেক ব্যান্ডের প্রিন্টার এর মূল্য একেক রকম। আপনার যদি এ৩ সাইজ মাল্টিফাংশন প্রিন্টার কিনতে চান তাহলে মূল্য একটু বেশি পরবে আর যদি সিঙ্গেল ফাংশন বা শুধু প্রিন্টের জন্য প্রিন্টার কিনতে চান তাহলে একটু কমমূল্যে কিনতে পারবেন।
ইপসনের ভালমানের ২টি এ৩ প্রিন্টার সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে পারেন:



No comments

Powered by Blogger.