ঘরে বসে মগের মধ্যে প্রিয়জনের ছবি প্রিন্ট করুন আয়রন দিয়ে - OVERPRINT

ঘরে বসে মগের মধ্যে প্রিয়জনের ছবি প্রিন্ট করুন আয়রন দিয়ে

আপনি যদি আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি মগে প্রিন্ট করতে চান তাহলে এখন খুব সহজের তা করতে পারবেন। আপনার প্রিয়জনের জন্মদিন, বিবাহ বার্ষিকী অথবা প্রিয় কোন ক্ষনে আপনি যদি উনার ছবি একটি মগে প্রিন্ট করে উপহার হিসেবে দেন তাহলে উনার চেয়ে বেশি খুশি কেউ হবে না। এই কাজটি আপনি করতে পারেন খুবই কম খরচে এবং আপনি নিজেই।


ঘরে বসে মগ প্রিন্ট করতে আপনার যা যা লাগবে:
* সাবলিমেশন মগ
* ইলেকট্রিক আয়রন
* সাবলিমেশন প্রিন্টার দিয়ে সাবলিমেশন পেপার (৮’’x৩.৫") ছবি প্রিন্ট
* সাবলিমেশন কস্টিপ
*  হ্যান্ড গ্লাবস্


প্রথমে আপনি মগের মধ্যে আপনার প্রিন্ট করা ছবি কস্টিপ দিয়ে ভালভাগে লাগিয়ে নিবেন। হাতে হ্যান্ড গ্লাস লাগিয়ে নিবেন। এরপর আপনার আয়রনটা হিট দিয়ে নিবেন। আয়রনটা সব্বোর্চ হিটে রাখবেন এবং আয়রনের কারেন্ট এর লাইনটা সচল রাখতে হবে। আয়রনে সব্বোর্চ হিট উঠার পর আপনি মগটাকে আয়রন করতে থাকবেন ভিডিওতে যেভাবে দেখতেছে। ৫-১০ মিনিট আয়রন করার পর আপনি মগের উপর থেকে কাগটা তুলে দেখবেন যে আপনার মগটা প্রিন্ট হয়ে গেছে।

No comments

Powered by Blogger.