Sublimation Printing Business (A-Z) How to start T-shirt, Jersey, Mug, Cap, Plate, Crest Printing Business: - OVERPRINT

Sublimation Printing Business (A-Z) How to start T-shirt, Jersey, Mug, Cap, Plate, Crest Printing Business:

 
 
Sublimation Printing Business (A-Z) How to start T-shirt, Jersey, Mug, Cap, Plate, Crest Printing Business:


হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম:
ওভারপ্রিন্ট বিডির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সাবলিমেশন প্রিন্টিং এর উপর আমার কয়েকটি ভিডিও দেখে আপনারা অনেকে কমেন্টে জানতে চাইছেন যে, এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগে। মেশিন কোথায় পাওয়া যায়। আপনারা কিভাবে পণ্য সেল করবেন। সাবলিমেশন প্রিন্টিং ব্যবসা আপনারা মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। যেমন একটি কম্বো হিট পেস মেশিন এর মূল্য ১৫ হাজার টাকা, সাবলিমেশন প্রিন্টার Epson L130 ১১ হাজার টাকা, মগ প্রিন্টিং পেপার ৫ শত টাকা, জার্সি প্রিন্টিং পেপার ৫ শত টাকা, ডার্ক টিশার্ট প্রিন্টিং পেপার ৩ হাজার টাকা, মগ ১৫ হাজার টাকা, টি শাট ৫ হাজার টাকা। মোট ৫০ হাজার টাকা ইনভেস্টে আপনি ঘরে বসে একটা স্মাট ইকমান করতে পারবেন যদি একটু পরিশ্রম করে। আপনি একটা ফেইসবুক পেইজ খুলে এর মাধ্যমে আপনার পণ্যের প্রচার চালাবে আপনার ফেইসবুক আইডিতে আপনার বিস্তারিত প্রচার করবেন। দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত অর্ডার আসবে এবং তারা ভাল সার্ভিস পেলে অন্যদেরকেও রেফার করবে। প্রতিদিন যদি আপনি ৫ টি মগ সেল করতে পারেন প্রতি মগ থেকে যদি ১৫০ টাকা করে প্রফিট করে তাহলে আপনার মোট প্রফিট হলো ৭৫০ টাকা। যদি ৫টি টিশার্ট সেল করতে পারেন ১০০ টাকা প্রফিট কররে ৫০০ টাকা। তাহলে প্রতিদিন মোট প্রফিট হলো ১২৫০ টাকা। কোন দিন বেশি হবে কোন দিন কমও হতে পারে, আবার কোন দিন কোন সেল নাও হতে পারে। এখানে আমি শুধু মগ আর টি শাট এর হিসাব দেখালাম। আপনি যদি ক্যাপ, প্লেট, ক্রেস্ট, পাথরে ছবি ইত্যাদির অর্ডার পান তাহলে আরো বেশি লাভ হবে। বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন।

No comments

Powered by Blogger.